কাঁথি: কাঁথি-৩ ব্লকের বাহিরীতে জগন্নাথ সেবায়েত সমিতি পরিচালনাধীন ভীমসাগর পুকুরে বিষ দেওয়ার ঘটনায় লক্ষাধিক টাকার মাছ মরে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার রাতে পুকুরে বিষ দেওয়ার ঘটনাটি ঘটে। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় মারিশদা থানায় অভিযোগ দায়ের করেছেন পুকুরের লিজ মালিক। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরনো শত্রুতার জেরে বিষ দেওয়ার ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মাছ পচে গিয়ে এত দুর্গন্ধ ছড়ায় যে, শনিবার স্থানীয় বাহিরী ব্রাডলিবার্ট হাই স্কুল ও বাহিরী পূর্ণিমা গার্লস হাইস্কুলে একটি পিরিয়ডের পর ছুটিও দিয়ে দিতে হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতির অধীনে এই পুকুরটি রয়েছে। পুকুরটিকে লিজ দিয়ে আয় হওয়া টাকা থেকে জগন্নাথদেবের দৈনিক পুজার্চনা থেকে শুরু করে বিভিন্ন উৎসব পালন হয়। বর্তমানে এই পুকুরটিকে লিজে নিয়ে মাছ চাষ করছেন কাঁথির দেশপ্রাণ ব্লকের আঁউরাই গ্রামের নন্দ কর। শুক্রবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষ ঢেলে দেয়। শনিবার সকালে স্থানীয় লোকজন উঠে দেখেন, পুকুরে হাজার হাজার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসছে। বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতির সহ-সভাপতি রাজদুলাল নন্দ বলেন, এমন একটি ঘটনার পর জগন্নাথ সেবায়েত সমিতির পুজোপাঠ বা উৎসব-পরবের খরচ কোথা থেকে আসবে, তা নিয়ে একপ্রকার প্রশ্নচিহ্ন পড়ে গেল। আমাদের দাবি, পুলিস এই ঘটনার উপযুক্ত তদন্ত করে যারা দোষী তাদের গ্রেপ্তার করুক।
কাঁথি: কাঁথি-৩ ব্লকের বাহিরীতে জগন্নাথ সেবায়েত সমিতি পরিচালনাধীন ভীমসাগর পুকুরে বিষ দেওয়ার ঘটনায় লক্ষাধিক টাকার মাছ মরে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার রাতে পুকুরে বিষ দেওয়ার ঘটনাটি ঘটে। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় মারিশদা থানায় অভিযোগ দায়ের করেছেন পুকুরের লিজ মালিক। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরনো শত্রুতার জেরে বিষ দেওয়ার ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মাছ পচে গিয়ে এত দুর্গন্ধ ছড়ায় যে, শনিবার স্থানীয় বাহিরী ব্রাডলিবার্ট হাই স্কুল ও বাহিরী পূর্ণিমা গার্লস হাইস্কুলে একটি পিরিয়ডের পর ছুটিও দিয়ে দিতে হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতির অধীনে এই পুকুরটি রয়েছে। পুকুরটিকে লিজ দিয়ে আয় হওয়া টাকা থেকে জগন্নাথদেবের দৈনিক পুজার্চনা থেকে শুরু করে বিভিন্ন উৎসব পালন হয়। বর্তমানে এই পুকুরটিকে লিজে নিয়ে মাছ চাষ করছেন কাঁথির দেশপ্রাণ ব্লকের আঁউরাই গ্রামের নন্দ কর। শুক্রবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষ ঢেলে দেয়। শনিবার সকালে স্থানীয় লোকজন উঠে দেখেন, পুকুরে হাজার হাজার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসছে। বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতির সহ-সভাপতি রাজদুলাল নন্দ বলেন, এমন একটি ঘটনার পর জগন্নাথ সেবায়েত সমিতির পুজোপাঠ বা উৎসব-পরবের খরচ কোথা থেকে আসবে, তা নিয়ে একপ্রকার প্রশ্নচিহ্ন পড়ে গেল। আমাদের দাবি, পুলিস এই ঘটনার উপযুক্ত তদন্ত করে যারা দোষী তাদের গ্রেপ্তার করুক।