কাঁথি : শহিদ ক্ষুদীরাম মৃত্যু দিবস কে চির স্মরন করে রাখতে কাঁথি সিএসএসএ মাঠে কাঁথি ক্যালচারার স্পোর্টস এসোসিয়েশন এর উদ্দ্যোগে আজ সারাদিন ১২ দলিয় নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সকালে এই খেলার উদ্ধোধন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী ও ১৭ নং ওয়ার্ড কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত। ফাইনালে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে এফ সি আই এন আর আই ও বি ষ্টার। নির্ধারিত সময় কোন দল গোল করতে পারেনি ফলে ট্রাইবেকারে এফ সি আই ৩-১ গোলে জয় লাভ করে সুঁভাসচন্দ্র বেরা স্মৃতি ট্রফি সহ নগদ ৫০০০ হাজার টাকা এবং রানার্স দল ট্রফি সহ ৩০০০ হাজার টাকা লাভ করে। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ আসিম, সেরা খেলোয়াড় ও সর্বচ্চো গোলদাতা হন ম্যান্টি। পুরস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, ইমরান আলি খাঁন, প্রাক্তন রেফারি চিত্তরঞ্জন দাস, সুখেন্দু ব্যানার্জি, গোলকচন্দ্র বিশ্বাস রামকৃষ্ণ পন্ডা। ক্লাবের পক্ষে সবাই কে ধন্যবাদ জানান মহিনি মোহন জানা, রবি শংকর বর্মন, সঞ্জয় বর ও দেবু শ্রী।
কাঁথি : শহিদ ক্ষুদীরাম মৃত্যু দিবস কে চির স্মরন করে রাখতে কাঁথি সিএসএসএ মাঠে কাঁথি ক্যালচারার স্পোর্টস এসোসিয়েশন এর উদ্দ্যোগে আজ সারাদিন ১২ দলিয় নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সকালে এই খেলার উদ্ধোধন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী ও ১৭ নং ওয়ার্ড কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত। ফাইনালে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে এফ সি আই এন আর আই ও বি ষ্টার। নির্ধারিত সময় কোন দল গোল করতে পারেনি ফলে ট্রাইবেকারে এফ সি আই ৩-১ গোলে জয় লাভ করে সুঁভাসচন্দ্র বেরা স্মৃতি ট্রফি সহ নগদ ৫০০০ হাজার টাকা এবং রানার্স দল ট্রফি সহ ৩০০০ হাজার টাকা লাভ করে। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ আসিম, সেরা খেলোয়াড় ও সর্বচ্চো গোলদাতা হন ম্যান্টি। পুরস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, ইমরান আলি খাঁন, প্রাক্তন রেফারি চিত্তরঞ্জন দাস, সুখেন্দু ব্যানার্জি, গোলকচন্দ্র বিশ্বাস রামকৃষ্ণ পন্ডা। ক্লাবের পক্ষে সবাই কে ধন্যবাদ জানান মহিনি মোহন জানা, রবি শংকর বর্মন, সঞ্জয় বর ও দেবু শ্রী।