গৌরনাথ চক্রবর্তী ও সুজয় ভট্টাচার্য , কাটোয়াঃ
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় কাটোয়া মহকুমা প্রেস ক্লাব ও কাটোয়া মহকুমা প্রশাসন।কাটোয়া পৌরসভার গোবিন্দবাগান বাগান ফুটবল ময়দানে এই
খেলার উদ্বোধন করেন মহকুমা শাসক সৌমেন পাল।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্রোপাধ্যায়।
বৃষ্টি ভেজা দুপুরে দুদলের খেলোয়াড়রা দারুণ একটি উপভোগ্য ময় খেলা উপহার দেন।কাটোয়া মহকুমা প্রশাসন ৫-০ গোলে পরাজিত করে কাটোয়া মহকুমা প্রেস ক্লাবকে এবং চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।কাটোয়া মহকুমা প্রেস ক্লাব বিজিত ট্রফি লাভ করে।
কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের খেলোয়াড়রা হলেন-মৃদুল মলয় শর্মা সামন্ত,রণদেব মুখোপাধ্যায়, সুজয় ভট্রাচার্য, অসিত বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত দাস,কৌশিক দত্ত,গৌরনাথ চক্রবর্ত্তী, সন্দীপ ঘোষচৌধুরী,সঞ্জয় দাস,
বিজয় অধিকারী,ইন্দ্রজিৎ ঘোষ,অনিমেষ মণ্ডল।
কাটোয়া মহকুমা প্রশাসনের খেলোয়াড়রা হলেন মহকুমাশাসক সৌমেন পাল,এসডিপিও ত্রিদিব সরকার,
বিকাশ দত্ত,সুমন চট্রোপাধ্যায়, প্রসূন ব্যানার্জ্জী, অভিজিৎ দাস,আফজল রহমান প্রমুখ।দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।