শুভম সিং, মেদিনীপুর : শনিবার ৮.৩০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কাঁথি বেলদা রাজ্য সড়কের অর্জুনী বাসস্ট্যান্ডের কাছে (দীঘা - আমলাশুলী ) নামক সরকারি যাত্রীবাহী বাস বাসের সঙ্গে মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বেলদার দিক থেকে আসা দীঘা গামী একটি যাত্রীবোঝাই সরকারি সঙ্গে মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে । এই ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হল লরি চালকের । আহত হয় সরকারি বাসের চালক সহ বহু যাত্রী। স্থানীয় বাসিন্দাদের আহতদের উদ্ধার করে বেলদা হাসপাতালে পাঠায় । এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বেলদা থানার পুলিশ। বেশকিছুক্ষন স্থানীয় মানুষ ও পুলিশের সঙে বচসার সৃষ্টি হয় । বেশ কিছুক্ষণ পর বেলদা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।