সৈকতভূমি নিউজ ডেস্ক: খেঁজুরিতে ফের তৃণমূল বিজেপি সংঘর্ষ। পুলিশ গাড়ী ভাঙলো বিজেপি। আহত ১০।
শনিবার ঘটনাটি ঘটে খেঁজুরি এক ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের কন্ঠীবাড়ী গ্রামে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বীরবন্দর গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য বিশ্বজিৎ বেরার বাড়িতে বিজেপি নেতা সনৎ মাইতির নেতৃত্বে কর্মীরা দলীয় পতাকা লাগিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। এই খবর চাউর হতেই স্থানীয়রা প্রতিবাদ করে এবং বিজেপি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। পাশাপাশি বিজেপি নেতা সনৎ মাইতিকে গনধোলাই দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই কন্ঠীবাড়িতে থাকা বিজেপি কর্মীরা এলাকার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালায়।
কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের মারধর করা হয়। ঘটনাস্থলে আহত হয় তৃণণূল কর্মী আবেদ ও সেক খুরসেত । আহতদের কামারদা ব্লাক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এই খবরপেয়ে খেঁজুরি থানার পুলিশের দুটো গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে বিজেপি কর্মীরা পুলিশের গাড়ীর উপর চড়াও হয়। একটি গাড়ী ভাঙচুর করে পাশে থাকা নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়। অপর গাড়ীতে ব্যপক ভাঙচুর চালানো হয়। এদিনের ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।
প্রথম ভিডিও দেখুন-