শুভম সিং , এগরা : মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এগরা থানা চত্বরে। এগরার SDPO-র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে থানার সামনে এক অস্থায়ী সাফাই কর্মীর মাথা লাগে বলে জানা গিয়েছে । জখম সাফাই কর্মীর নাম তরুণ ঘড়াই। তাঁকে জখম অবস্থায় প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে মেদিনীপুরের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে , এদিন এগরার মহকুমা শাসকের দেহরক্ষী থানার বাইরে তাঁর বন্দুক পরিষ্কার করছিলেন। হঠাৎই ভুল বশতঃ বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়ে সাফাই কর্মীর মাথায় লেগেছে বলে জানা গেছে।