শুভম সিং, হলদিয়া : শনিবার বিকেল ৪টা নাগাদ
নন্দকুমার এর খঞ্চিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটো ও ফলের দোকানে প্রচন্ড জোরে ধাক্কা মারে মাল বোঝাই লরিটি । এই ঘটনায় ফল ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে নন্দকুমারের খঞ্চি বাসস্ট্যান্ডের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লরির চালক মদ্যপ অবস্থায় থাকার কারনে দুর্ঘটনাটি ঘটে । এদিন বিকেল ৪টা নাগাদ লরিটি নন্দকুমার থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ওই সময় হঠাৎই খঞ্চি বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা টোটো ও ফলের দোকানে প্রচন্ড গতিতে এসে সজোরে ধাক্কা মারে ।
এই ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের , আহত হয়েছে ৯জন ।স্থানীয়রা আহতদের উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে লরিটিকে আটক করেছে।