সৈকতভূমি নিউজ ডেস্ক: দুটি লোহার গেটে ও একটি কাঠের দরজার তালা ভেঙ্গে মন্দিরের মূর্তি, সোনার গ্রহনা,আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষ্য টাকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলের জগৎপুরে। প্রায় ২০০ বছরের প্রাচীন জগৎপুর শীতলা মন্দিরে এই প্রথম এই ধরনের চুরির ঘটনা ঘটেছে। মন্দিরে শীতলা মাতা সহ মোট তিনটি পূর্নাঙ্গ মূর্তি, প্রতিমার পরণে ছিল সোনার গহনা, এছাড়াও দামি দামি পুজোর আসবাবপত্র ছিল। সমস্ত কিছু চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় সেবায়েত পূজার্চনা করে চলে যান। সোমবার সকালে দেখতে পাওয়া যায়। মন্দিরের তিনটি দরজার তালা ভাঙ্গা অবস্থা পড়ে রয়েছে। পরে মন্দিরের ভিতরে গিয়ে দেখতে পাওয়া যায় মন্দিরের মধ্যে থাকা দেব- দেবির মূর্তি, সোনার গহনা ও আসবাবপত্র সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। সোমবার মহিষাদল থানায় লিখিত অভিযোগ সায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
মন্দির কমিটির সম্পাদক দীনেশচন্দ্র ঘোড়ই জানান, আমাদের মন্দিরটি প্রায় ২০০ বছরের প্রাচীন। এই ধরনের ঘটনা আগে কোনদিন ঘটেনি। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো তা তদন্তের দাবি জানিয়েছি পুলিশের কাছে।
ভিডিও দেখুন -