শুভম সিং , মেদিনীপুর : বুধবার সকাল ৬টা নাগাদ প্রড়ল বৃষ্টির মধ্যদিয়ে তীব্র গতিবেগে ছুটে যাচ্ছিল খেতুয়া - হাওড়াগামী যাত্রীবোঝাই বাস । চন্দ্রকোনা রাজ্য সড়কে ক্ষীরপাই ডাকবাঙলো পেরিয়ে বুড়ি পুকুর কালি তলার কাছে হঠাৎই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে । এই ঘটনার জেরে আহত হন বহু যাত্রী ।
স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার মাঝে হাত দেখিয়ে পুলিশের তোল আদায় করার জন্য মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ।
এদিন সকালে হাওড়াগামী খেতুয়া -হাওড়া বাসটি ক্ষীরপাই পেরিয়ে কালি মন্দিরের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই লরিকে সজোরে পেছন থেকে ধাক্কা মারে আর তারই জেরে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ।
এই ফলে বাসের তীব্র ঝাঁকুনির জেরে বহুযাত্রী আহত হন। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আতহ দের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ও পুলিশকে ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পথ অবরোধ তোলে । এখন চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ।