শুভম সিং, এগরা : শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ এগরা কলেজ মোড়েরএক ড্রেনের পাশে পড়ে থাকা মদ্যপ মায়ের কোল থেকে শিশুকে উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে খবর , এদিন সন্ধ্যা ৭টা নাগাদ এগরা কলেজ মোড়ে ড্রেনের পাশে পড়ে থাকা মদ্যপ মায়ের কোলে থাকা ছোট্ট শিশুকে দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ও তার খাওয়ারের ব্যবস্থা করে । তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এগরা থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে ।
পুলিশ সূত্রে জানাগেছে শিশুটির বয়স আনুমানিক এক বছর , এখনও পর্যন্ত কোনো পরিচয় মেলেনি । পরে এগরা থানার ওসি রবি গ্ৰহিকা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । মহিলার পরিচয় খুঁজে শিশুটিকে বাড়ি পাঠানোর ব্যবস্থা চলছে ।