শুভম সিং, এগরা : বুধবার সকালে দীঘা এগরা রাজ্য সড়কের এগরা মহকুমা হাসপাতালের কাছে একটি ডাম্পার ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটে।এই ঘটনায় আহত হয়েছেন ৫জন যাএী।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে মাল বোঝাই ডাম্পারটি কাঁথির দিকে যাচ্ছিল। আর বেলদার দিকে যাচ্ছিল প্রাইভেদ গাড়িটি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই দুর্ঘটনার পর ডাম্পারের চালক পালিয়ে যায়। এগরা থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে , এই ঘটনার আহত হয়েছেন পাঁচজন যাত্রী ।তাদের প্রত্যেকের বাড়ি দুর্গাপুরে । আহতরা হলেন ঝুমা রায়, সুজয় দাস, অশোক দাস, নিমাই চানক ও স্বপন মুসাপ। । এগরায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে দুর্গাপুরে স্থান্তরিত করা হয়েছে।