শুভম সিং, এগরা : লোকসভা ভোট পরবর্তী সময়ে তৃনমূল ও বিজেপি সারা রাজ্যজুড়ে যে অশান্তির বাতাবরন তৈরি করছে তার প্রতিবাদে এবং শান্তি, সম্প্রীতির দাবিতে এগরা শহরজুড়ে মিছিল সংগঠিত হয় । এদিন মিছিল সি আই টি ইউ অফিস থেকে শুরু হয়ে এগরা কলেজ মোড়, দীঘামোড় হয়ে ত্রিকোন পার্কে শেষ হয় এবং সেখানেই পথ সভা হয়।
পথ সভায় সি পি এম নেতৃবৃন্দ বলেন , রাজ্যে তৃনমূল ও বিজেপি উভয়শক্তি সারা রাজ্যে অশান্তি ও সন্ত্রাস ছাড়াচ্ছে । এর ফলে দিনের পর দিন মানুষ নাজেহাল হচ্ছে , মুড়িমুরকির মত গুলি চলছে , বোমাবাজি ও দাঙ্গা বাধছে। যার
ফলে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে । এবং নিরাপত্তা হিনতায় ভুকছে । প্রসাশন এইসবের মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যার্থ । অবিলম্বে সারা রাজ্যে প্রসাশনকে শান্তির পরিবেশ তৈরি করতে হবে ।
মিছিলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সি.পি আই. এম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত পন্ডা , ভুবন খাটুয়া , কৃষ্ণপদ মাইতি, মালতি আচার্য্য, মধুসূদন গুচ্ছাইদ , সমীর সামন্ত, কালিপদ মহাপাত্র , সত্তরঞ্জন দাস প্রমুখ ।