সৈকতভূমি নিউজ ডেস্ক : অতিরিক্ত পণের দাবির প্রতিবাদ করায় জামাই ও তার পরিবারের হাতে খুন শ্যালক, মৃতের নাম সেখ সাদ্দাম ( ২৭)। বাড়ি মহিষাদল থানার গেঁওখালির শুকলালপুরে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, গত ১০ বছর আগে স্থানীয় সেখ জিয়াদ আলির মেয়ের সাথে মুর্তজার প্রেম করে বিয়ে হয়। তাদের পাঁচ ও দেড় বছরের দুটি ছেলে রয়েছে,
গেঁওখালি
অভিযোগ, জামাই মুর্তজা বারবার ধরে পণের জন্য চাপ দিতে থাকে স্ত্রী রাহানা বিবিকে। বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ টাকা দিয়েছিল। তারপর পারিবারিক অশান্তি ও অতিরিক্ত পণের জন্য পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। তার প্রতিবাদ করেছিল সেখ সাদ্দাম। আর সেই কারনেই জামাইবাবুর পরিবারের হাতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়ে মসজিদের কাছে পড়ে থাকে। স্থানিয় মানুষ উদ্ধার করে মহিষাদল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। ঘটনার মুল অভিযুক্ত মুর্তজাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর তিন অভিযুক্ত পলাতক। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙ্গচুর চালায়। এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
ভিডিও দেখুন-