শুভম সিং, এগরা : মঙ্গলবার সকাল দশটায় এগরা মহকুমা শাসকের কার্যালয়ে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন মহকুমা শাসক অপ্রতিম ঘোষ ।
ছিলেন মহকুমার চার উপ - শাসক সায়ান্তন গুইন , বিশ্বজিৎ দাস , অভিনন্দন ঘোষ , অনুপম সামন্ত । মহকুমার চার বিডিও বংশীধর ওঝা (বিডিও এগরা ১) , সুভাষ ঘোষ (বিডিও পটাশপুর ১) , মধুবালা নন্দী (বিডিও পটাশপুর ২ ) , পরিতোষ কোনার (ভগবানপুর ১) ও এগরা সুপার স্পেসালিটি হাসপাতালের সুপার গোপাল গুপ্ত প্রমুখ।
মহকুমা শাসক অপ্রতিম ঘোষ বলেন , প্রতিবছরের মতো এবছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । রক্তদান একটি মহান কাজ । তাই এই কাজে সকল মানুষকে আগ্ৰহী করে তোলার জন্য মহকুমা শাসকের কার্যালয় পক্ষ থেকে সকল সরকারি দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে । এদিন রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন ।