সারা ভারত জুড়ে সদস্যতা অভিযানের সঙ্গে সঙ্গে কাঁথি জেলাতেও জোরদার ভাবে সদস্যতা অভিযান চালানো, বিগত দিনে মিসড কলে মেম্বার হয়েছেন , কিন্তু কিছু জনের ঠিকানা না পাওয়ায়, নতুন করে তা খুঁজে বের করা ও নতুন করে সদস্য বাড়ানোর উদ্যোগ গ্ৰহন, কাঁথি জেলায় ২৭টি মন্ডলে একজন করে সদস্যতা প্রমূখ ও সহ প্রমূখ মনোনীতকরা,
বেশি সংখ্যক সদস্য সংগ্ৰহ করা যায়, তার বিষয়ে জোর দেওয়া হয়।বাড়ি বাড়ি, ছোট আনুষ্ঠানিক কার্যক্রম, রাস্তার মোড়ে, হাটে, বাজারে ক্যাম্প করে সদস্যতা অভিযান চালানো হবে।
নির্দিষ্ট তারিখের মধ্যে জেলার প্রতিটি মন্ডল ও শক্তিকেন্দ্রে প্রস্তুতি বৈঠক সফল ভাবে সমাপ্ত করা,অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিম বঙ্গের জন্য লক্ষ্যমাত্রা যে সর্বাধিক তা তুলে ধরা, প্রতি বুথে নুন্যতম সংখ্যক সদস্য বাড়ানো, ৬জুলাই র আগে সমস্ত প্রস্তুতি সেরে রাখার কথা বলাহয়।