শুভম সিং, নন্দীগ্রাম : নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাগৃহে ১ম নন্দীগ্রাম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল আজ। নন্দীগ্রামের বুকে এই প্রথমবার এ ধরনের উদ্যোগ নেওয়া হলো বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষে রাজকুমার আচার্য্য,অধ্যাপক বিশ্বজিৎ মাইতি ও পরিচালক অরিজিৎ দে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ ড. সামু মাহালি। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিদের মধ্যে কবি অমৃত মাইতি, সাহিত্যিক পীযুষকান্তি ভূক্র্যা,খেজুরী ফিল্ম সোসাইটির সভাপতি সুদর্শন সেন, খেজুরী সাহিত্য সম্মিলনীর সভাপতি সুমন নারায়ন বাকরা, বিশিষ্ট শিক্ষক ড. বাপ্পাদিত্য মাইতি,বীথিকা পড়ুয়া দাস মহাপাত্র, রাজকুমার খাটুয়া, সাংবাদিক ভীষ্মদেব দাশ, চঞ্চল প্রধান, শ্যামল সেন, আরিফ ইকবাল খান প্রমুখ। এই প্রথমবার নন্দীগ্রামের বুকে এ ধরনের আয়োজনে সামিল ছিলেন কলেজের ছাত্র-ছাত্রীরা ছাড়াও নন্দীগ্রামের বহু চলচ্চিত্রপ্রেমী। ভারত ছাড়াও বাংলাদেশ, স্কটল্যান্ড, ইংল্যান্ডের মোট ১৬ টি ৩ থেকে ৩০ মিনিট ব্যবধানের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হলো এই উৎসবে।
শুভম সিং, নন্দীগ্রাম : নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাগৃহে ১ম নন্দীগ্রাম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল আজ। নন্দীগ্রামের বুকে এই প্রথমবার এ ধরনের উদ্যোগ নেওয়া হলো বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষে রাজকুমার আচার্য্য,অধ্যাপক বিশ্বজিৎ মাইতি ও পরিচালক অরিজিৎ দে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ ড. সামু মাহালি। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিদের মধ্যে কবি অমৃত মাইতি, সাহিত্যিক পীযুষকান্তি ভূক্র্যা,খেজুরী ফিল্ম সোসাইটির সভাপতি সুদর্শন সেন, খেজুরী সাহিত্য সম্মিলনীর সভাপতি সুমন নারায়ন বাকরা, বিশিষ্ট শিক্ষক ড. বাপ্পাদিত্য মাইতি,বীথিকা পড়ুয়া দাস মহাপাত্র, রাজকুমার খাটুয়া, সাংবাদিক ভীষ্মদেব দাশ, চঞ্চল প্রধান, শ্যামল সেন, আরিফ ইকবাল খান প্রমুখ। এই প্রথমবার নন্দীগ্রামের বুকে এ ধরনের আয়োজনে সামিল ছিলেন কলেজের ছাত্র-ছাত্রীরা ছাড়াও নন্দীগ্রামের বহু চলচ্চিত্রপ্রেমী। ভারত ছাড়াও বাংলাদেশ, স্কটল্যান্ড, ইংল্যান্ডের মোট ১৬ টি ৩ থেকে ৩০ মিনিট ব্যবধানের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হলো এই উৎসবে।