শুভম সিং, এগরা : শুক্রবার রাত ১০ টা নাগাদ এগরা খড়গপুর বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটেছে। রাতে বেলায় ব্যবসা শেষে বাড়ি ফেরার সময় দোকান বন্ধ করতে গিয়ে ইলেক্ট্রীক শক খেয়ে মৃত্যু হয় সৌরভ দাস (২০) নামের নামের এক যুবকের । তাছাড়া আহত ব্যাক্তিকে গুরুতর জখম আবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ।জানা গিয়েছে ,আহত ব্যাক্তির সনাতন দাস (৩৮)।পেশায় ব্যবসায়ী । বাড়ি এগরা পৌরসভার ৭ নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে ঝড়বৃষ্টি হওয়ার ফলে ইলেকট্রিক না থাকায় অন্ধকার হয়ে পড়ে গোটা এলাকা। পরে বেশকিছুক্ষন সময় অতিক্রম হওয়ার পর দোকান বন্ধ করার সময় ইলেকট্রিক এলে গোটা দোকান ইলেকট্রিক হয়ে পড়ে , আর তা বুঝতে না পেরে তাতে হাত দিয়ে দেয় সৌরভ । ইলেকট্রিক শকে আহত হয় সে এই ঘটনা দেখতে এসে ছুটে আসে তার বাবা । তিনি ও জড়িয়ে যান একই সঙ্গে । এই ঘটনার সকলের নজরে আসতে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত বলে ঘোষণা করে । আক্রান্ত সনাতন বাবুকে সুপার স্পেশালিটির ICU তে ভর্তি রয়েছে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।