শুভম সিং, কাঁথি : বৃহস্পতিবার বেলা ১২ নাগাদ রানিয়া বাসস্ট্যান্ডে কাছে পথ দুর্ঘটনায় এক মৃত্যু হল মিতালী বর (২৬) নামের এক মহিলার। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে , মৃত মহিলা বাড়ি পূর্ব রানিয়া এলাকায় । এদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে জল জন্য রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন হঠাৎই সেই সময় একটি যাত্রীবাহী গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীরা রাস্তায় গাড়ি গুলিকে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে । বেশ কয়েকঘন্টা রামনগর মান্দারমনি রাজ্য সড়ক অবরোধ করে । এই ঘটনার খবর পেয়ে মন্দারমণি কোষ্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অবরোধ তোলে ।
ভিডিও দেখুন এবং আপডেট পেতে সাবসক্রাইব করুন-