শুভম সিং , এগরা : আজ বিশ্ব পরিবেশ দিবস । দেশ রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে পরিবেশ দিবস । স্বপ্ন দুষণমুক্ত সবুজ পৃথিবী গড়া। জ্ঞানের দীপ্তশিখায় আলোকিত হবে সমাজ। তাই
প্রত্যেকটি বাড়িতে গাছ লাগান এই বার্তা পৌঁছে দিতে পথ চলতি সাধারণ মানুষের হাতে পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষথেকে চারাগাছ তুলে দেন ক্লাবের সদস্যরা ।
ক্লাবের সদস্য সৈকত মাইতি বলেন ,বর্তমান সময়ের পরিবেশের দূষণ ও উষ্ণায়নের কথা মাথায় রেখে দূষনমুক্ত পৃথিবী গড়ার উদ্দেশ্যে আমরা গাছ পথ চলতি প্রায় হাজার জন মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় ।যাতে তারা ও আজকের দিনে আমাদের সাথে সাথে তাদের বাড়িতে গাছ লাগিয়ে দূষনমুক্ত পৃথিবী গড়তে পারে তারই জন্য আমাদের আজকে এই উদ্দোগ ।