সঞ্জীব আচার্য,এগরা: এগরা থানার ষড়রং গ্রামে বাড়ির পেছন থেকে উদ্ধার রক্তাক্ত যুবকের মৃতদেহ ।রবিবার সকালে গোলক বিহারী জানা (৪২) বছর তার নিজের বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন খবর দেয় গ্রামবাসীকে ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।তবে প্রতিবেশীরা জানায় দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না ,রোজ লেগে থাকত অশান্তি । তাই এই খুনের পেছনে তার স্ত্রী ও জড়িত থাকতে পারে বলে অভিযোগ গ্রামবাসীদের । যদিও মৃতার স্ত্রীর দাবি গতকাল রাতে বাড়ি এসে আবার বেরিয়ে যায় তার স্বামী । তার স্বামী বেশিরভাগ সময় মাতালদের সঙ্গে মিসতো । কেউ প্ল্যান করে ওকে মেরেছে।
ভিডিও দেখুন-