রাজা মহাপাত্র,কলকাতা : শর্ট ফিল্ম বা স্বল্প দৈর্ঘের চলচ্চিত্রের জন্যে এবার কলম ধরলেন রসগোল্লা সিনেমার নায়িকা তথা টলিউডের উঠতি অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস। শুধু শর্ট ফিল্মের জন্যে গল্প লিখেই তিনি থেমে থাকেননি। তৈরি করে ফেলেছেন একটি স্বল্প দৈর্ঘের প্রেমের ছবি "The Deleted Scene "। যার পোষ্টার প্রকাশিত হয়েছে। এমনকি প্রোমো প্রকাশ করা হয়েছে ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে হয়ে গিয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই অনলাইনে অর্থাৎ ‘ICON by COM’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী অবন্তিকা। তবে স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র “ The Deleted Scene” এর কাহিনী নিয়ে মুখ খুলতে চাননি কলাকুশলীরা। তবে রুপ আর ঝিনুকের অসমাপ্ত প্রেমের কাহিনীতে রূপের ভূমিকায় তনয় বোস এবং ঝিনুকের ভূমিকায় ক্যামেলিয়া কুন্ডু অভিনয় করছেন। আর বাকি কাহিনী রাখা হয়েছে সাসপেন্স–এ । তবে শেষ না হওয়া প্রেমের কাহিনী জানতে দেখতেই হবে “The Deleted Scene” সিনেমাটি। তাই আর দেরি না করে সাবক্রাইব করুন ICON by COM Youtube channel টি। বেল আইকন টি প্রেস করতে ভুলবেন না যেন। “রসগোল্লা” সিনেমাটি ইতিমধ্যে বাংলার দর্শকের হৃদয় স্পর্শ করাতে স্বক্ষম হয়েছেন অভিনেত্রী অবন্তিকা। এবার তাঁর লেখা কাহিনী কতটা দর্শকের মনে দাগ কাটতে পারে সেটাই এখন দেখার।
" The Deleted Scene " সিনেমার টিজার দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে–
অভিনেত্রী অবন্তিকা জানিয়েছেন, This is a new bengali short film " The Deleted Scene " এই স্বল্প দৈর্ঘের চলচ্চিত্রটি রূপ আর ঝিনুকের ভালোবাসার গল্প । এটা এমন একটা ভালোবাসার গল্প যেটা কোনোদিন শেষ হবে না , থেকে যাবে চিরকাল রূপ আর ঝিনুকের মনে অন্তরালে। সিনেমাটি উপস্থাপনা করেছে ICON by COM Youtube channel and পরিচালনা করেছে Albeli। আরো একবার ভালোবাসাকে নতুন করে আবিষ্কার করতে পারবে এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটি বলে আমাদের বিশ্বাস রেখেছেন অভিনেত্রী।