সৈকতভূমি.লাইভ : কাঁথিতে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির ঘটনার চারজনকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। অভিযুক্তরা হল কোলাঘাট থানার পূর্ব বাবলা গ্রামের মুন্না খাঁন, ভূপতিনগরের মাদাখালির অজয় মাইতি, কাঁথি থানার সেক মুজিবুর উদ্দিন ও গোঁরা সাহা। সোমবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানাগেছে গত ১১ ফেব্রয়ারী রাতে কাঁথিতে সৃজনী পল্লির এক সমীরন মিশ্র বাড়িতে সাত জনের একটি ডাকাতদল বাড়িতে ঢোকে। তারপরেই পরিবারের সদস্যদের আলমারি চাবি দিতে বলে তা দিতে রাজী না হলে চপার দিয়ে এক যুবককে আঘাত করে।বাড়ি থেকে নগদ টাকা সোনার গহনা সহ লক্ষাধিক টাকা নিয়ে পালায়।
আরো খবর পড়ুন নিচের লিঙ্কে ক্লিক করে -
যুবককে পুড়িয়ে মারার অভিযোগে পুলিশ হেফাজত প্রেমিকা ও তার পরিবারের,জেল হেফাজতে বন্ধুরা
১২ ফেব্রয়ারী বাড়ির মালিক থানার অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে সমীরন ছেলে সম্পদকে স্থানীয় স্থাস্থকেন্দ্রে চিকিৎসার করান। কাঁথি পুলিশ পুলিশ পরিবারের সদস্যদের বর্নানা অনুয়ারী তাদের একটি চিএ অঙ্কন করে।রবিবার রাতে মেছদা থেকে চারজনকে গ্রেফতার করে। ডাকাতির হয়ে যাওয়ার জিনিস উদ্ধার করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে কাঁথি থানা সূত্রে জানাগেছে।