বিশেষ সংবাদদাতা : পাকিস্তানে ভোর রাতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। পুলওয়ামার হামলার পর এই জবাব জরুরি ছিল। তা স্পষ্ট করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখলে সাংবাদিক সম্মেলন করেছেন হামলা ও তার পরবর্তী খুঁটিনাটি জানিয়েছেন।
আরো পড়ুন–
BIG BREAKING - পুলওয়ামায় জঙ্গিহানার জবাব দিল ভারত : পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা।
ঠিক কী বলেছেন তিনি দেখে নেওয়া যাক একনজরে –
গত দুই দশক ধরে পাকিস্তানে জইশ জঙ্গিরা ঘাঁটি গেড়ে ভারতে আক্রমণের চেষ্টা করে চলেছে বাহওয়ালপুরে জইশ ক্যাম্প রয়েছে। ২০০১ সালে সংসদ হামলা, ২০১৬ সালে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে জইশ জঙ্গিরা পাকিস্তানে ট্রেনিং ক্যাম্প করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার কাজ চলেছে। বারবার ভারতের তরফে বলা হলেও তা অস্বীকার করেছে পাকিস্তান। বিশ্বমানের সুযোগ সুবিধা দিয়ে জঙ্গিদের পুষেছে পাকিস্তান জইশ ই মহম্মদ জঙ্গিরা পাকিস্তানের মাটি ব্যবহার করে আত্মঘাতী হামলা, ফিঁদায়ে হামলার প্রশিক্ষণ দিচ্ছে এদিন বালাকোটে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানে জইশের সবচেয়ে বড় ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই হামলায় জঙ্গি, ট্রেনার, কম্যান্ডার মারা গিয়েছে। অনেক জঙ্গি একসঙ্গে খতম হয়েছে ভারত সরকার ২০০৪ সালে যৌথ আলোচনায় জানিয়েছিল সেদেশের মাটি জঙ্গিদের ব্যবহার করতে দেবে না। তবে পাকিস্তান কথা রাখেনি। সেদেশের মাটি ব্যবহার করেই বারবার জঙ্গি আক্রমণ করা হয়েছে ভারতে
JOIN WHATSAPP GROUP
JOIN WHATSAPP GROUP