সংবাদদাতা,হলদিয়া : বৃহস্পতিবার ভোর রাতে হলদিয়া থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এম ভি এস এইচ এল কলকাতা নামে এই জাহাজে হঠাৎই আগুন লেগে যায়। খবর আসে হলদিয়ায় উপকূলরক্ষী বাহিনীর কাছে। সংগে সংগে উদ্ধার কার্যের জন্য হলদিয়া থেকে পাঠানো হয় রাজকিরন নামে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ।