বাঁকুড়া : এবারের পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন এলাকায় শাসক দলের সঙ্গে জোরদার সংঘর্ষ চলছে শাসকদলের।
এরই মাঝে ৪ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনে এবারের নির্বাচনের প্রথম বলি হলেন বাঁকুড়া'র অজিত মুর্মু। মাথায় গুরুতর জখম অবস্থায় বুধবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্রের খবর, এদিন বাঁকুড়া রানীবাঁধ বিডিও অফিসের সামনেই তৃণমূলের সঙ্গে বিজেপি সমর্থকদের ব্যাপক মারামারি হয়েছে বলে অভিযোগ। আর সেই সময়ই বিজেপি কর্মী অজিত মুর্মুর মাথায় গুরুতর চোট লাগে।
তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কিছু সময় বাদে তাঁর মৃত্যু হয়েছে। অজিতবাবু বিজেপির রানীবাঁধ দক্ষিণ মন্ডলের সভাপতি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রানীবাঁধ সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।