পশ্চিম মেদিনীপুর : নমিনেশান জমা করতে এসে শাসক দলের হাতে বেধড়ক মার খেল বিজেপি ও সিপিএমের কর্মী ও নেতারা।
বৃহস্পতিবার বেলদা বিডিও অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এএদিন বিজেপি ও সিপিএম এর প্রাথীরা নমিনেশন জমা করতে এলে তাঁদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী।
শাসক দলের পরিচিত লোকজনরা এসে মনোনয়নপত্র ছাড়িয়ে নিয়ে ছিঁড়ে পেলে দেয় বলে অভিযোগ করেছে বিজেপি। এচাড়াও ততাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থাততেই তাঁদের ওপর হামলা হয়েছে। এই ঘটনার পর বেলদা ও নারায়ণগড়ের বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে মতায়েন করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।